তরবিয়ত ও আখলাক

  • সর্বশেষ আপডেট হয়েছে: ১৪ ফেব্রুয়ারী, ২০২২

আমরা ইলমে ওহির এই কোমলমতি শিক্ষার্থীদের সঠিক তরবিয়ত ও তাকওয়ার উপর চালানোর জন্য ইসলাহি মেহনত, তাযকিয়ায়ে নফস তথা আত্মশুদ্ধিমূলক তরবিয়ত, আহলুল্লাহদের সুহবত, সমকালিন বুজুর্গদের মাধ্যমে তরগিব, দাওয়াতি আমল ও নেযামে আমালের পাবন্দীর মাধ্যমে সঠিক রাহবারির সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। 
    প্রতিদিন শিক্ষকদের মাশওয়ারা হবে। 
    সারাদিন মৌলিক আখলাক ও আমলি একটি বিষয়ে দরসের ফাঁকে ফাঁকে তরগিবী আলোচনা হবে। 
    এক সপ্তাহের আলোচনার ফলাফল বিশ্লেষণ করে সামনে আগানো হবে। 
    মাদরাসায় আসা শিক্ষার্থীরা আমাদের কাছে আমানত। সোনামনিদের সুন্দর আচরণ তথা আখলাকে হাসানা শিক্ষা দেওয়া এটি আমাদের কাছে মৌলিক বিষয় হিসেবে থাকবে ইনশাআল্লাহ। 
    শিক্ষকরা ছাত্র মনে করে নয় বরং নিজ সন্তান মনে করে তা‘লীম ও তরবিয়ত করবেন।