খাবাার ব্যবস্থাপনা

  • সর্বশেষ আপডেট হয়েছে: ২৭ ফেব্রুয়ারী, ২০২২

খাবার ব্যবস্থাপনা

 মাদরাসায় কোন ধরণের লিল্লাহ বোডিং থাকবে না।

 কোন প্রকার সদকা, জাকাত, ফিতরা তালেবে ইলম ও আহলে ইলমগণ ভক্ষণ করবেন না।

 ইলমের মতো মহান আমানত যেন মালের ময়লা খেয়ে হাসিল করতে না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল করা হবে।

 ছাত্ররা মেস সিস্টেমে নিজের খাবার নিজেরা তৈরি করে নিবে।

 একজন শিক্ষকের নিগরানীতে এসব মেস পরিকল্পিত ও রুটিনওয়ার্ক করা হবে।

এখন প্রশ্ন হলো, এর রূপরেখা বা পদ্ধতি কী হবে? আর গরীব ছাত্ররাই বা কীভাবে ইলম শিখবে?

 ৩০ জন ছাত্র দিয়ে একটি মেস থাকবে।

 দৈনিক ২ জন রান্না করবে। সাথে পরামর্শ করে আরো দু-একজন নুসরত করবে। তাবলীগ জামাতের মতো।

 মাসে দু’দিন তার জিম্মাদারী। তাও সবকের ফাঁকে ফাঁকে সহজ তরতিব করে দেয়া হবে।

 যারা ছোট তারা বড়দের মেসে ভাগ করে খাবে।

 রান্না না করতে পারলে গরীব ছাত্রকে হাদিয়া দিয়ে রান্না করিয়ে নিবে।

 একেবারে গরীব যারা তারা অন্যদের খানা রান্না করে দিয়ে সে যে মুজুরী গ্রহণ করবে তা দিয়ে খোরাকি গ্রহণ করবে। অথবা মাদরাসার নিজস্ব ব্যবস্থাপনায় সপ্তাহে একদিন কাজ করে পরিশ্রমের টাকা দিয়ে হালাল খাবার খেয়ে ইলম শিখবে।

 এটি হবে নিজে হালাল আয় করে সাহাবাদের মতো দ্বীন ও ইলম শিক্ষা করা।

 থাকবে মাদরাসার নিজস্ব খাবারের কেন্টিন। এখান থেকেও ছাত্ররা স্বল্প টাকায় খাবার কিনে খেতে পারবে।