লক্ষ্য ও উদ্দেশ্য

  • সর্বশেষ আপডেট হয়েছে: ১৩ জুন, ২০২৩

লক্ষ্য :জামিয়া কাশিফুল উলূম ঢাকার মূল লক্ষ্য হলো- ‘ইলমে ওহীর চর্চায় সীরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম [রাযি.]-এর পদাঙ্ক অনুসরণ করা।’ 
উদ্দেশ্য: জামিয়া কাশিফুল উলূম ঢাকার ছাত্র-শিক্ষকের মাঝে বাস্তবমুখী দাওয়াতী মেজাজ ও উম্মাহর ফিকির তৈরি করে ইলমওয়ালা দাঈ হিসেবে গড়ে তোলা। বাস্তবমুখী আমলী জিন্দেগী, সুন্নাতের পাবন্দী, আখলাকের উন্নতি, মুআমালাতের পবিত্রতা, মুআশারাতের সৌন্দর্য সৃষ্টি করে একজন তাকওয়াবান আলেম হিসেবে গড়ে তোলা। ছাত্রদের সীরাত ও সুন্নাহ ভিত্তিক সহীহ তা’লীম ও তরবিয়ত করা।