জামিয়া কাশিফুল উলুম ঢাকা'র শিক্ষকদের জন্য ৩দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তারিখ: ৬,৭,৮ মে ২০২২ রোজ শুক্র, শনি,রবিবার।

  • ২৭ এপ্রিল, ২০২২
  • একাডেমিক

জামিয়া কাশিফুল উলুম ঢাকা'র শিক্ষকদের জন্য

৩দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

তারিখ: ৬,৭,৮ মে ২০২২ রোজ শুক্র, শনি,রবিবার।

স্থান: কাশিফুল উলুম মিলনায়তন

(বি:দ্র: অন্য প্রতিষ্ঠানে খেদমতে নিয়োজিত ১০জন কওমী মাদরাসার শিক্ষক অংশ গ্রহণের সুযোগ আছে)

প্রশিক্ষণের বিষয়:

১. শিক্ষক প্রশিক্ষনের লক্ষ্য, উদ্দেশ্য ও পদ্ধতি।

২. মনোবিজ্ঞান, শিশু মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞান।

৩. পাঠদান পদ্ধতি, দাওয়াত ও আমলের সমন্বয় সাধন।

৪. সংশোধন প্রক্রিয়া ও তরবিয়ত।

৫. নির্মল চরিত্র গঠনে শিক্ষকের করনীয়।

৬. শিক্ষার্থীর মেধার বিকাশ ও উন্নয়ন।

৭. শিক্ষার্থীদের পাঠ বিমুখতা, ঝরে পড়ার কারণ ও প্রতিকার।

৮. শিক্ষা উপকরণ পরিচিতি ও ব্যবহার।

৯. আমাদের প্রতিষ্ঠান উন্নয়ন ভাবনা।

১০. ছাত্র -শিক্ষক সম্পর্ক, শিক্ষকে চারিত্রিক বৈশিষ্ট।

১১. শিক্ষার্থীর স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা।

১৩. শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র নির্যাতন প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র- ২০১১ আইন বিষয়ক প্রশিক্ষণ।

১৪.শিক্ষকের তাকওয়া ও ইলমেদ্বীন শিখানোর গুরুত্ব।

১৫. দাওয়াত, তালিম, তিজারা ও কারিগরী শিক্ষার সমন্বিত পদ্ধতি ।

প্রশিক্ষন দিবেনঃ

জামিয়া কাশিফুল উলুম ঢাকার প্রধান পৃষ্ঠপোষক, খ্যাতিমান আলেমেদ্বীন, বিশিষ্ট লেখক,গবেষক, বহুগ্রন্থপ্রণেতা মাওলানা শাহ নজরুল ইসলাম দা.বা.

আয়োজনে: জামিয়া কাশিফুল উলুম ঢাকা

সাত মসজিদ রোড, মুহাম্মদপুর,ঢাকা

মোবাইল:প্রয়োজনে : ০১৮৯৪-০৯৯৯৯৭ ,০১৭২৭ ৪৬৪৬১৯, ০১৯১২২০৬১৬৬, ০১৭৬০০৭৮৮৫৬, ০১৩০৪-১০১৫৮৮, ০১৪০৬৩০৬৯০৪