অনাবাসিক হিফজুল কুরআন প্রদ্ধতি

  • সর্বশেষ আপডেট হয়েছে: ১৪ ফেব্রুয়ারী, ২০২২

বিশ্বমানের হিফজুল কুরআন
    হিফজুল কুরআনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান ও সিস্টেমকে ফলো করা হবে ইনশাআল্লাহ। 
    হিফজের পাশাপশি কুরআনের সহস্রাধিক শব্দের র্অথ শিখানো হবে। প্রতিদিন ৫টি শর্ব্দাথ শিখবে।
    হিফজুল কুরআনের সাথে ক্লাস ফাইভ পর্যন্ত বাংলা, অংক, ইংরেজী, উর্দু ও জরুরি মাসআলা শিখিয়ে দেয়া হবে।
    হিফজ শেষ করে সহজে ৬ষ্ঠ শ্রেণী বা কিতাব জামাতের প্রথম র্বষে র্ভতি হতে পারবে। 
    বছরের শুরুতে সকল ছুটি বাদ দিয়ে একজন ছাত্রের কাছ থেকে পাঠ পরিকল্পনা নেয়া হবে। 
    বার্ষিক পরিকল্পনার আলোকে অনুযায়ী তার পাঠদান মনিটরিং চলবে। 
    থাকবেন আল্লাহওয়ালা ও যোগ্য শিক্ষকমণ্ডলী।
     শিক্ষাবর্ষ শুরুর আগেই ১ মাস পাঠদান ও হিফজ বিষয়ে সকল হিফজ শিক্ষকদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে। 
    বিশেষত আমরা এক বছরে নাজেরা শেষ করে ২ থেকে ৩ বছরে হিফজ সম্পন্ন করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। 
    ছাত্রদের মাঝ থেকে ভয়-ভীতি দূর করে হিফজ ছাত্রদেরকে আনন্দময় করে পাঠদান ও সুশৃঙ্খল শ্রেণীকক্ষ গড়ে তোলা হবে। 
    প্রতি ১৫/২০ ছাত্রের জন্য একজন (শিক্ষক) হাফেজ সাহেব থাকবেন। 
    তাদের তদারকী ও সহযোগিতার জন্য আরেকজন বিভাগীয় প্রধান শিক্ষক থাকবেন।