বাড়িতে থেকে অভিভাবকের তদারকি

  • সর্বশেষ আপডেট হয়েছে: ০৪ মার্চ, ২০২২

বাড়িতে থেকে অভিভাবকের তদারকি :

একজন হিফজের ছাত্র কেন দ্রুত হিফজ শেষ করতে পারছে না এবং বারবার পিছিয়ে যাচ্ছে- এ নিয়ে অভিভাবকগণ উদ্বিগ্ন থাকেন। কিন্তু তিনি জানেন না, তার সন্তানের নিয়মিত পড়ালেখার দৈনন্দিন অবস্থা। কাজেই আমরা একজন ছাত্রের দৈনন্দিন পড়ালেখার অবস্থা জানার জন্য নিজস্ব সফটওয়্যার পদ্ধতিতে হিফজ বিভাগের সকল ছাত্রের নামে আলাদা আলাদা আইডি থাকবে। আমাদের ওয়েবসাইটের নাম হবে www.kashifululoombd.com আমরা প্রতিদিন বাদ এশা প্রতিটি ছাত্রের হিফজ তথ্যবই সংগ্রহ করে, রাতে তা ওয়েবসাইটে আপলোড করবো। ফজরের সময় তথ্যবই আবার ছাত্রদের কাছে চলে যাবে। এ কাজের জন্য স্বতন্ত্র কম্পিউটার অপারেটর থাকবে। সকালে যেকোন অভিভাবক মোবাইল বা কম্পিউটার থেকে বাসায় বসে লগইন করে নিজ সন্তানের গতকালের পড়ার বিস্তারিত আপডেট দেখতে পারবেন। গতকাল কত নং পাড়ায়, কত নং পৃষ্ঠায়, কত রুকুতে কতটুকু ছবক দিয়েছে, কয়টি ভুল হয়েছে, কয়টি লোকমা লেগেছে, সব স্ববিস্তারে থাকবে। অভিভাবক চাইলে পড়ার অগ্রগতির উপর মতামতও জানাতে পারবেন। এভাবে সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রিপোর্ট আপলোড থাকবে। থাকবে প্রতিটি ছাত্রের উপর স্বতন্ত্র পরমার্শ ও করণীয় বিষয়ে বিবরণ।