জামিয়ার ঠিকানা: বসিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা; ১লা রমজান থেকে ভর্তি শুরু ৭ই শাওয়ালথেকে নিয়মিত দরস চলবে ইনশাআল্লাহ। ফোন : ০১৭৬০০৭৮৮৫৬,০১৩০৪-১০১৫৮৮,

  • ১৮ নভেম্বর, ২০২১
  • একাডেমিক

কওমী মাদরাসা শিক্ষা সংস্করণ নিয়ে কাজ করছি প্রায় ২০বছর ধরে। স্বীকৃতি আন্দোলনের সাথে নিবিড়ভাবেই জড়িত ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। তারপর এখন দেশের সহস্রাধিক ছোট বড় কওমী মাদরাসা দেখাশুনার দায়িত্বও পালন করছি। কিন্তু যে কথাগুলো এতোদিন ধরে বলে আসছি এবং সারাদেশে আমি বলে বেড়াচ্ছি, এর একটি বাস্তব নমুনা বা মডেল অথবা আর্দশিক রূপরেখা সামনে আসা দরকার৷

সেই চিন্তা থেকেই রাজধানী ঢাকায় দাওরায়ে হাদীস ও বেশ কিছু উচ্চতর বিভাগ সহ একটি কওমী মাদরাসা ইনশাআল্লাহ আগামি রমজান মাস থেকে অধমের তত্বাবধানে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সাথে আছেন বিভিন্ন ইলমি ফনে মাহির দেশের মুহাক্কিক বিদগ্ধ আল্লাহওয়ালা কয়েকজন আহলে ইলম ও দাঈ ব্যাক্তিত্ব। আলহামদুলিল্লাহ, জাতীয় শিক্ষাবিদ মুবাল্লীগ ও উলামায়ে কেরামের সমন্বয়ে এবিষয়ে নিয়মিত পরামর্শ ও পর্যালোচনা চলছে।

এত এত মাদরাসা থাকতে, কেন আবার এই প্রতিষ্ঠান?

চারটি সতন্ত্রধারা মিশন ও ভিশন নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ।

১. ইলম, দাওয়াত ও আমলকে একত্রে জমা করা। আমল করতে করতে ছাত্ররা ইলম শিখবে। আমলের ব্যাপারে সবোর্চ্চ তারগিব ও অনুশিলন৷ যেন ছাত্রদের আমল ও তরবিয়ত চোখে দেখলেই বুঝা যায়। শিক্ষার্থীদের বাস্তবে দাওয়াতের অনুশীলন, উম্মাহর দরদ ও ফিকিরের মেজাজ তৈরী করা। সকল সুন্নত ও নফলের বাস্তব অনুশিলন সর্বাক্ষনিক রুটিন এর আওতায় থাকবে। প্রতিটি শিক্ষার্থী যেন উম্মহর দরদ ও ব্যাথা নিয়ে একজন তাকওয়াওয়ালা আলেম তৈরী হয়।

২. প্রতিটি ক্লাসে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক। প্রতিদিন এক ঘন্টা/সাপ্তাহে ১দিন একটি বিষয়ে পলিটেকনিক ইনস্টিটিউট এর আওতাধিন ক্লাস করতে হবে। এক্ষেত্রে একজন শিক্ষার্থী পরিকল্পিত সমন্বিত সিলেবাসের মাধ্যমে একজন বিদগ্ধ আলেম হওয়ার পাশাপাশি দক্ষ কর্মমূখর যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠবে। যাতে শিক্ষা জীবন শেষে এই আলেম কারো মুখাপেক্ষী হতে না হয়।

৩. দেশের শীর্ষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষকদের তত্বাবধানে জাতীয় কারিকুলামের পাঠ্যবইয়ের ক্লাস সন্ধ্যার পর থেকে প্রদান করবেন। এতে পড়ালেখাী পাশাপাশি এই দাঈ জেনারেল শিক্ষকদের চিন্তা চেতনা ও আমল আখলাকের প্রভাবেও ছাত্ররা প্রভাবিন্নত হবেন। এই প্রচেষ্ঠার ফলে নিজেস্ব তত্বাবধানে জেএসসি ,এসএসসি, এইচএসসি ও অনার্স পরীক্ষার ব্যাবস্থা করা। যাতে দ্বীনের পাশাপাশি দুনিয়ার বাস্তব চ্যালেঞ্জ এর মোকাবিলায় নিজেকে একজন আলেম যোগ্য ব্যাক্তি হিসাবে গড়ে তুলতে পারেন।

৪.শারিরীক শিক্ষা বই ও অনুশীলন প্রতিদিনের নিয়মিত পাঠ্য। থাকবে শরীর চর্চার জন্য উন্নত জিম সেন্টার ও খোলা মাঠে শরীর চর্চার শিক্ষকের তত্বাবধানে নিয়মিত অনুশীলন। স্বাস্থ্য, পরিবেশ ও পুষ্টি সচেতনতার মাধ্যমে দৈহিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের প্রচেষ্ঠা। এছাড়া থাকবে আরবী, ফার্সী, উর্দু ও ইংরেজী ভাষার উপর বিশেষ কোর্স থাকবে নিয়মিত। যেন যেকোন দেশে একজন আলেম দাওয়াতের কাজ নিয়ে যেকোন ভাষায় চলতে পারেন।

স্কুল কিংবা কলেজে দৈনিক মাত্র কয়েক ঘন্টার জন্য ছাত্রদের পাঠদান দেয়া হয়। এখানে একজন শিক্ষার্থী ২৪ঘন্টা, ৭দিন, মাসে ৩০ দিন ও সারাবছর আমাদের তত্বাবধানে থাকে। আমরা মনে করি, পরিকল্পিত সিলেবাস প্রণায়ণ ও সুপরিকল্পিত শিক্ষা এবং শ্রেণি বিন্যাসের মাধ্যমে তাদের সময়ের সঠিক ব্যাবহার নিশ্চিত করতে পারলে এই অসম্ভব বিষয়টি আনন্দঘন পরিবেশেই ত্রিধারার সমন্বিত শিক্ষা ব্যাবস্থা সম্ভবপর হয়ে উঠবে ইনশাআল্লাহ।

হে আল্লাহ, আমরা মখলুক। আমাদের চিন্তা চেতনা পরিকল্পনা সব কিছু মখলুক। আমাদের কোন কিছুই করার ক্ষমতা নেই৷ সকল ক্ষমতার একমাত্র মালিক তুমি। তুমি চাইলেই হবে মওলা। তুমি এই নিয়ত আর কর্ম পরিকল্পনাকে দয়া ও মায়া করে কবুল করে নাও হে মাবুদ।