অনলান কার্যাক্রম

  • সর্বশেষ আপডেট হয়েছে: ১৭ নভেম্বর, ২০২১

অনলান কার্যাক্রম
অনলাইনে সেবা কার্যক্রমের জন্য একটি আধুনিক ..... ওয়েবসাইট রয়েছে।জামিয়া কাশিফুল উলুম এদেশে কওমি অঙ্গনে বৈপ্লবিক সংস্কার তথা ইনকিলাব তৈরি করার লক্ষে পথ চলা শুরু করেছে। এক্ষেত্রে আমরা আইটি বিভাগকে গুরুত্ব দিচ্ছি। ঘরে বসে অভিভাককগন সন্তানের পড়ালেখার খোঁজখবর নেয়া, দৈনিন্দিন আপডেট জানা। প্রযোজনে সিসি ক্যামারায় র্পযবেক্ষনের সুযোগ। অনলাইন র্ভতি, পরীক্ষার রেজিস্ট্রেশন, এডমিট কার্ড সংগ্রহ, টাকা লেনদেন, দ্রুত প্রশ্ন দেখা ও ফলাফল প্রদান সহ সবোর্চ্চ ও আধুনিক এই প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা, জবাবদাহীতা, আমনতদারিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যাবতীয় হিসাব চাইলেই যেকোন মুহূর্তে আপনি ঘরে বসে দেখে নিতে পারবেন।
আইটি ফিচার
১. নিজস্ব ওয়েবসাইট।
২. অনলাইনে নোটিশ প্রদান।
৩. অনলাইনে ছাত্র হাজিরা।
৪. অনলাইনে ফিঙ্গার ফিন্ট ও সিসি ক্যামারায় অটো হাজিরা।
৫. অনলাইনে ছাত্রদের ফরম ফিলাপ।
৬. অনলাইনে ছাত্রদের এডমিট কার্ড, পরীক্ষার হাজিরা শিট, রোল বিবরণ শিট প্রদান।
৭. অনলাইনে রেজাল্ট প্রদান।
৮. অনলাইনে ছাত্রদের ফলাফল পুনর্নিরীক্ষণের ব্যবস্থা।
৯. অনলাইনে ছাত্রদের রেজিষ্ট্রেশন কার্ড, প্রবেশপত্র সংশোধনের আবেদন গ্রহণ।
১০. অনলাইনে বিভিন্ন ধরণের সেবা প্রদান।