জেনারেল শিক্ষিতদের বিশেষ জামাত

  • সর্বশেষ আপডেট হয়েছে: ১৪ ফেব্রুয়ারী, ২০২২

জেনারেল শিক্ষিতদের বিশেষ জামাত


প্রাথমিক দ্বীনীয়াত কোর্স : 
বয়স্কদের যুগোপযোগী সিলেবাসের মাধ্যমে ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা দিয়ে হালাল-হারামের তারতম্য মেনে জীবন-যাপনের যোগ্য করে গড়ে তোলা। প্রথমিক পর্যায়ের উর্দু ও আরবী ভাষা এবং শুদ্ধ কুরআন শিক্ষা দান করা। নৈশ মাদরাসার হিসেবে পার্টটাইম জেনারেল শিক্ষিতরা জামিয়ায় এসে ইলমেদ্বীন হাসিল করবেন, এতে জেনারেল শিক্ষিতদের প্রাথমিক সিলেবাস এর মাধ্যমে দাওয়াতের ময়দানে যেকোন তাকাযা ও জামাত নিয়ে চলার উপযুক্ত করে দেয়া হবে। 


উচ্চ শিক্ষিতদের আলেম কোর্স: 
সপ্তাহের শনি, রবি ও সোমবার ১ম ব্যাচ ও মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ২য় ব্যাচের ক্লাস গ্রহণ করা হবে। এক ব্যাচে ভর্তি হয়ে উভয় ব্যাচেই ক্লাশ করার সুযোগ থাকবে। বাদ মাগরিব থেকে রাত দশটা পর্যন্ত ক্লাস চলবে। কেউ মাদরাসায় আবাসিক থেকে সময়কে হেফাজত করে, পুরোপুরি ফারেগ হয়ে, নিম্নের সিলেবসাটি চাইলে কমসময়েও শেষ করতে পারবেন। কমপক্ষে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১ম বর্ষ
১.    সহীহ-শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত; ২. এসো আরবী শিখি- ১, ২, ৩; ৩. এসো ফিক্বহ শিখি; ৪. মীযান ও মুনশাইব;  ৫. আদিল্লাতুল হানাফিয়্যাহ পবিত্রতা ও আজান অধ্যায় [হাদীসের আলোকে মাসায়েল]; ৬. উর্দু কায়দা ও তালীমুল ইসলাম ১ম ও ২য় খণ্ড; ৭. তাবলীগ আন্দোলন : ইতিহাস ও ঐতিহ্য; ৮. মুনতাখাব হাদীস (কালেমার অংশ)
২য় বর্ষ 
১.    এসো নাহব শিখি, হেদায়াতুন নাহু; ২. আদিল্লাতুল হানাফিয়্যাহ; ৩. আলফিক্বহুল মুয়াসসার ও কুদুরী; ৪. উলূমুল ফিক্বহ; ৫.  কুরআন তরজমা [৩০তম পারা]; ৬. দাঈ ইলাল্লাহ (সীরাত); ৭. মুনতাখাব হাদীস (নামায ও ইলম অধ্যায়)। 
৩য় বর্ষ 
১. হেদায়া ১ম খণ্ড নির্বাচিত অংশ; ২. হেদায়া ২য় খণ্ড নির্বাচিত অংশ; ৩. জালালাইন ১ম ও ২য় খণ্ড নির্বাচিত অংশ; ৪. উলূমুত তাফসীর; ৫. আল ইতিদাল ফি মারাতিবির রিযাল (উর্দু)-শায়খুল হাদীস জাকারিয়া কান্ধলভী (রহ.); ৬. মুনতাখাব হাদীস (হুসনে আখলাক), হায়াতুস সাহাবাহ ১ম-২য় (উর্দু), হযরতজী মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রহ.)।
৪র্থ বর্ষ 
১. মিশকাতুল মাসাবীহ ১ম-২য় খণ্ড; ২. মুনতাখাব হাদীস (সহীহ নিয়্যত ও তাবলীগ); ৩. আহসান মাআনি কুরআন (পূর্ণ); ৪. আলমুহান্নদ ওয়াল মুফান্নাদ ও আকায়েদুল ইসলাম [মাওলানা ইদ্রিস কান্ধলবী রহ:]; ৫. উলূমুল হাদীস ও উলূমুত তাফসীর; ৬. হেদায়া ৩য় ও ৪র্থ খণ্ড নির্বাচিত অংশ; ৭. হায়াতুস সাহাবা ৩য়-৪র্থ খণ্ড (আরবী) হযরতজী মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রহ:); ৮. দ্বীনী দাওয়াত (উর্দু) মাওলানা আবুল হাসান আলী নদভী (রহ:);