Department Logo

কারিগরি বিভাগ

বাধ্যতামুলক কারিগরি শিক্ষা: স্বল্প ও দীর্ঘমেয়াদী কারিগরি প্রশিক্ষন ব্যবস্থা থাকব জামিয়ার তত্বাবধানে। বিজ্ঞান শাখা ও গবেষনাগার থাকবে। থাকবে বিশ্ব মানের লাইব্রেরি ও ফতোয়া বোর্ড। বাংলা ভাষা সাহিত্য ও সাংবাদিকতার উপর বিশেষ প্রশিক্ষন কর্মসূচি। আরবী ভাষা সাহিত্যের উপর ১বছর মেয়াদী ডিপ্লোমা। এছাড়া দক্ষ কারিগরি অনুষদ।কওমীর আলেমগন যাতে দ্বীনী খেদমতের পাশাপাশি  বিকল্প করসংস্থানে জিবিকার জন্য কাজ করবেন জামিয়া কাশিফুল উলুম ঢাকা থেকে দাওরায়ে হাদীস ফারেগ হওয়া আলেমগন। দাওয়াত তালীম ও তিজারা (ব্যাবাসা) কে সাথে নিয়ে চলবেন।  থাকবে সমৃদ্ধ কম্পিউটার ও কারিগরী বিভাগ। অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব ও প্রযুক্তি মাধ্যম। এসবপর মাধ্যমে মাদরাসায় ১ বছর ব্যাপী নানান কারিগরি বিষয়ে ডিপ্লমা কোর্স থাকবে। কোর্স শেষে কারিগরি বিষয়ে ডিপ্লোমার সার্টিফিকেট প্রদান করা হবে। ১বছর মেয়াদী কোর্স সমুহ যেসব বিষয়ে একজন মাদরাসার ছাত্র আলেম হওয়ার পাশাপাশি প্রশিক্ষন নিতে পারবেন।
ব্যসিক কম্পিউটার, জেনারেল ইলেক্ট্রনিক্র, ট্রাভেল টুরিজম এন্ড টিকেটিং, গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজািন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ডাটাবেজ সার্ভিসিং, কম্পিউটার অফিস এপ্লিকেশন, অডিও ভিডিও সিস্টেস, আমিন প্রশিক্ষন, মেডিকেল রিপ্রেজেন্টিভ, সেলস এন্ড কাস্টমার সার্ভিস, রড বাইন্ডার শাটারিং কারপেন্টার মেশন, হাউজ ওয়ারিং ইলেক্টিশিয়ান
বিল্ডিং পেইন্টার, ওয়েল্ডার অ্যান্ড গ্রিল মেকার, ইলেক্টিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, বিল্ডিং স্কাফোল্ডিং,, বিল্ডিং ডাক্ট,নবায়নযোগ্য শক্তি ব্যবহার প্রশিক্ষন, ড্রাইভিং কাম অটোমেকানিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন, ওয়াল্ডিং, বিল্ডিং মেইন্টেনেন্স, সিভিল কন্সাট্রাকশন, ফার্ম মেশিনারি, টেইলারিং, মোবাইল সার্ভিসিং, বাশ বেত ও পাটি শিল্প, এমব্রডারি মেশিন অপারেটর, হটির্কালচার, ইউনানী চিকিৎসা, এলএমএফ এল্যোপাথিক পল্লী চিকিৎসা কোর্স, হিজামা বা কেপিং থেরাপি, বেকারি এন্ড কনফেকশনারী, ফাষ্টফুড, পোশাক তৈরি শিল্প, চমড়া শিল্প ও ট্যানারী,ব্লক, বাটিকা, প্রেস এন্ড প্রিন্টিং, মৎস চাষ, গাবাদি পশু পালন, কমিউনিকেশন স্কিলস,পাটজাত দ্রব্য সমগ্রী তৈরি কম্পোস্ট সার তৈরি, নকশিকাঁথা সেলাই, ফুল চাষ, মাশরুম চাষ,নার্সারি,হস্তশিল্প ইত্যাদি বিষয়ে প্রশিক্ষন দিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও কর্মমূখর গড়ে তোলা হবে। যারা দাওরা পর্যন্ত যেতে পারবেনা তারা উপরোক্ত প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থাানের পাশাপাশি দ্বীনী খেদমত ও দাওয়াতের মেহনত করবে।