খেদমতে খলক ও সামাজিক র্কাযক্রম

  • সর্বশেষ আপডেট হয়েছে: ১৭ নভেম্বর, ২০২১

খেদমতে খলক ও সামাজিক র্কাযক্রম:
মাদরাসার উন্নায়ন ফান্ডের মাধ্যমে ও উদৃত্ত আয় থেকে প্রতি শুক্রবার ও ছুটির দিনে ছাত্ররা সামজিক ও মানবতার কল্যানে কাজ করবে। যেন নতুন প্রজন্মের আলেমদের মাঝে ও জামিয়া কাশিফুল উলুমের ছাত্ররা মানবিক সেবা ও দেশ জাতীর উন্নায়নে কাজ করার মানসিকতা ও মানবিক বোধ নিয়ে বেড়ে উঠতে পারেন। সমাজ থেকেহাদিয়া তুহফা গ্রহণের বিকল্প আল্লাহর কাছ থেকে নিয়ে বন্দাদের মাঝে বিলিয়ে দেয়ার মানসিকতা তৈরী হয়। নিজেদের হালাল উপর্জনকে মামবিক কাজে খেদমতে খালকে ব্যায় করার অভ্যাস ও সৃষ্টাচার গড়ে উঠে। মানুষের কাছ থেকে নেয়ার পরিবর্তে দেয়ার অভ্যাস চলে আসে। নিয়মিত রক্তাদান, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ ও জলবায়ু এবং নিরাপদ পানি নিয়ে কাজ করবে মাদরাসার ছাত্ররা।
প্রতি শুক্রবার ছাত্ররা নিজে পাক করে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করবে। গরীব অসহায় মানষদের সাপ্তাহে একদিন আম মেহমানদারী করানো হবে। পরিস্কার-পরিচ্ছন্ন,  বৃক্ষরোপনসহ নানানআসেবাৃূলক কাজে অংশ নিবে। বন্যা কিংবা যেকোন দুর্যোগে সেচ্চাসেবী হিসাবে কাজ করবে জামিয়ার পক্ষ থেকে এসবের পরিকল্পিত আয়োজন ও পরিকল্পনা গ্রহন করা হবে।