জামিয়া কাশিফুল উলুম, ঢাকা এর ভর্তির নিয়মাবলি

  • সর্বশেষ আপডেট হয়েছে: ২১ ফেব্রুয়ারী, ২০২২

 

ভর্তি সংক্রান্ত তথ্যাবলী

(সাধারণ অবস্থাকালীন)

  • ভর্তির সময় নতুন তালিবুল ইলমদের অভিভাবকের উপস্থিতি জরুরী এবং ফরমে লিখিত সমস্ত তথ্য অভিভাবককে প্রদান করতে হবে।
  • অনলাইনে র্ভতি হলেও বছরের শুরুতে অভিভাবকসহ মাদারাসায় আসতে হবে। অনলাইনে র্ভতি হলে চলমান মাসের বেতন , ফরম ফি, কার্ড  ফিস, অনলা্বইন তদারকির ফিস এবং  একসাথে 01304 101 588 নাম্বারে নগদ/বিকাশে পাঠাতে হবে।
  • বা,মা, উপার্জনক্ষম বড় ভাই ও নিকট আত্মীয়ই শুধু অভিভাবক হিসেবে পরিচিতি পাবেন।
  • নতুন পুরাতন সকল তালিবুল ইলমের নিজের এবং অভিভাবকের ছবি, জন্মনিবন্ধন পত্রের বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রদান করতে হবে।
  • যারা তালীম ও তরবিয়ত গ্রহণে যথেষ্ঠ আগ্রহী।
  • ১ম বর্ষে ভর্তির জন্য হাফেজ তালিবুল ইলমের ইয়াদ ভাল থাকতে হবে। হাফেজ না হলে কোরআন শরীফ সহীহ ও দ্রুত পড়ার যোগ্যতা থাকতে হবে। ভালমত বাংলা লেখা ও পড়ার যোগ্যতা থাকতে হবে।
  • ফরমে তালিবুল ইলমের পিতা,অভিভাবক, পরিবার, স্বাস্থ্য ও  পিতার আর্থিক অবস্থাসহ বিগত শিক্ষাবর্ষগুলো সর্ম্পকে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।

যারা ভর্তির জন্য আবেদন করবেন না

  • যারা অতীতে বা  বর্তমানে রাষ্ট্রদ্রোহী কোন দল বা কর্মকার্ন্ডের সাথে জড়িত ছিল বা আছে।
  • যারা রাজনীতি বা সরকার কতৃর্ক নিষিদ্ধ কোন সংগঠনের সাথে অতীতে বা বর্তমানে জড়িত ছিল বা আছে।
  • যারা ফৌজদারী কোন মামলার তালিকাভুক্ত ।
  • যারা অত্র মাদরাসার বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী। 
  • যারা সময় বাঁচানোর উদ্দেশ্যে এই নিসাবে ভর্তি হতে চায়।
  • যারা মোবাইল ফোন ব্যবহার করে।
  • যারা কোন বিশেষ রোগে আক্রান্ত বা রোগের কারণে যাদের মাতবাখের খেদমত গ্রহণ করা বা অবস্থান করা কঠিন হয়।
  • যারা ইন্টারনেট / ফেইসবুক ব্যবহার করে।
  • যারা বাবা-মার অমতে অত্র মাদরাসায় ভর্তি হতে চায়।

বিঃদ্রঃ উল্লেখিত বিষয়গুলো গোপন রেখে যারা ভর্তি হবেন পরবর্তিতে তাদের ভর্তি বাতিল হয়ে যাবে।

বিশেষ কিছু নিয়ম কানূন

  • ফরমে উল্লেখিত অভিভাবকের ফোন নম্বর ছাড়া অন্য কোন নম্বরে তালিবুল ইলমের সাথে কথা বলা যাবে না।
  • তালিবুল ইলমের সাথে ফোনে কথা বলতে হলে দরস, মুযাকারা, নামায ও বিশ্রামের সময়টুকু  ছাড়া অন্য সময় করতে হবে। (অর্থাৎ ফজরের পর থেকে ৭:৩০ এবং আছরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত। এবং  রাত ১০:০০ থেকে ১০:৩০ পর্যন্ত শুধুমাত্র ফোনে কথা বলার সুযোগ থাকবে।
  • ফোনে যোগযোগের ক্ষেত্রে সময়ের প্রতি খেয়াল রাখতে হবে এবং সপ্তাহে একবার বা দুইবার যোগাযোগ কাম্য।

পোশাক

  • সাদা জুব্বা ও পায়জামা, হাতাওয়ালা গেঞ্জি, লুঙ্গি, সাদা পাগড়ী।

অবস্থান

  • সব সময় মাদরাসার ভবনের ভিতর অবস্থান করবে। বাহিরে যাওয়া যাবে না।

খাবার     

  • মাদরাসার কেন্টিন থেকে খাবার গ্রহণ করতে হবে এবং বাহির থেকে খাবার আনার অনুমতি পাবে না ।
  • নিজ বাড়ি থেকে খাবার না আনাই কাম্য তবে বিশেষ অনুমতি সাপেক্ষে আনা হলে আলাদা দস্তরখানে বসবে।
ক্র. জামায়াত ফরম ফি ভর্তি ফি মাসিক ট্ফিউশন 

 লাইব্রেরী

কারিগরী ও আইসিটি জেনারেল বিষয়

লন্ডি

ঐচ্ছিক

খেদমতে খলক আলমারী

ডবল ডেকার খাট

ঐচ্ছিক

পুরষ্কার অনুষ্ঠান

পত্রিকা

১২মাস

ডায়রি

পরিচয়পত্র

এককালিন

বিদুৎ

 

জিম/ শরীরর্চচা 

1 হিফজ আবাসিক ২০০ ৫০০০ ১৫০০ ১০০ ২০০ ৩০০ ৫০০ ৫০ ১০০ ২০০ ৫০ ১০০ ৪৮০ ২০০ ৫০ ২০০/=
2 নুরানী আবাসিক ২০০ ৫০০০ ১৫০০       ৫০০ ৫০ ১০০ ২০০ ৫০ ১০০ ২২০ ২০০ ৫০ ২০০/=
3 কিতাব বিভাগ ২০০ ৫০০০ ২০০০ ১০০ ৫০০ ৫০০ ৫০০ ৫০ ১০০ ৩০০ ৫০ ১০০ ৪৮০ ১২০০ ৫০ ৪০০/=
4

কিতাব বিভাগ

অনাবাসিক

২০০ ৫০০০ ১৫০০ ১০০ ৩০০ ৫০০   ৫০     ৫০ ১০০ ৪৮০ ২০০ ৩০ ৪০০/=  

 

নুরানী অনািবাসিক কিন্ডার র্গাটেন

ক্র. জামায়াত ফরম ফি ভর্তি ফি মাসিক ট্ফিউশন 

 লাইব্রেরী

কারিগরী ও আইসিটি জেনারেল বিষয়

লন্ডি

 

খেদমতে খলক

ঐচ্ছিক

আলমারী

ডবল ডেকার খাট

ঐচ্ছিক

পুরষ্কার অনুষ্ঠান

পত্রিকা

১২মাস

ডায়রি

পরিচয়পত্র

এককালিন

বিদুৎ

 

জিম/ শরীরর্চচা 

1 নুরানী অনািবাসিক কিন্ডার র্গাটেন ২০০ ৫০০০ ১০০০         ৫০           ২০০ ৩০  

 

মাসিক খাবার 

সামথ্য অনুযায়ী ১৫০০ থেকে ৫০০০ র্পযন্ত


  • তালিবুল ইলমের ওযীফার অর্থ প্রতি ইংরেজী মাসে ১০ তারিখের মধ্যে অবশ্যই পৌছাতে হবে। 

আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি যে,
১। সকল কাজ শরীয়ত মোতাবেক করব। মাদরাসার আইন—কানুন মেনে চলব।
২।লেখাপড়ার পাশাপাশি মাদরাসার আমলি নিয়ম ও দাওয়াতের কাজের সকল নিয়ামাবলী পালন করিব ।
৩। লেখাপড়া ও মাদরসার অনুমোদিত কাজ  ছাড়া অন্য কোনো ব্যস্ততা রাখব না।
৪। সহপাঠী বা অন্য কারো সাথে ঝগড়া করব না। রাজনীতি বা কোন মিছিল মিটিং বা উগ্রপন্থা কাজে জড়িত হবো না।
৫। দেশপ্রেম ও উম্মাহর দরদ দিলে লালন করবো। উম্মতের হেদায়ত ও দাওয়াতের নিয়তে ইলম হাসিল করবো। 
৬। উস্তাদ সাহেবান, ছাত্র বা অন্য কারো সাথে মুনাফেকী আচরণ করব না। কারো সাথে বেয়াদবী করব না।
৭। মাদরাসার কোন জিনিস নষ্ট করব না। সময় ও আমলের হেফাজত করব।উস্তাদের অনুমতি ছাড়া রাত্রে নিজ কামরা ছেড়ে অন্য কামরায় যাব না।
৮। চলাফেরা, কথাবার্তা, লেনদেন ও আচার—আচরণে কাউকেই কোনো প্রকার কষ্ট দেব না। সমস্ত কাজ সুন্নাত মোতাবেক করার চেষ্টা করব। পোশাক—পরিচ্ছদ, জামা— টুপি-পাগড়ী ইত্যাদিতে সুন্নত রীতি অবলম্বন করব।
৯। তাকওাযর সাথে চলবো।বিনয় ও সর্বোচ্চ নম্রতা অবলম্বন করবো।
১০। দাড়ি কাটব না। পায়জামা, লুঙ্গি টাখনুর উপরে পরিধান করব।জামা কমপক্ষে হাঁটুর নিচে পরিধান করব।
১১। মুতালাআ ছাড়া ছবক পড়ব না। তাহ্কীক ছাড়া মাসআলা বলব না। কেউ মাসআলা জিজ্ঞাসা করলে মুফতী সাহেবের নিকট তাহ্কীক করে বলব অথবা প্রশ্নকারীকে মুফতী সাহেবের নিকট তাহ্কীক করতে বলব।
১২। অপরের জিনিস যত ক্ষুদ্রই হোক না কেন অনুমতি ছাড়া ব্যবহার করব না।
১৩। খোদা না করুন, মাদরাসার কোনো ব্যাপারে সন্দেহ হলে মুহতামিম সাহেবের নিকট তাহ্কীক ছাড়া অন্যের কাছে বলব না।
১৪। কেউ কোনো অত্যাচার করলে প্রতিশোধ নেব না; বরং ধৈর্য ধারণ করব, ক্ষমা করে সবর করবো বা মুহতামিম সাহেবের নিকট জানাবো। 
১৫। সর্বদা তাকবীরে উলার সাথে মাদরাসার মসজিদে নামায আদায় করব। শরঈ উজর ছাড়া জামাত ছাড়ব না।
১৬। দরসের সময় পাবন্দী করব। ছবক নাগা করব না।
১৭। মাদরাসা খোলা অবস্থায় অনুমতি ব্যতীত ১০ দিনের বেশি সময় অনুপস্থিত থাকলে আমার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
১৮। গীবত, শেকায়েত, চোগলখোরী, মিথ্যা বলা গল্প—গুজব, পরস্পর দ্বন্দ্ব, আন্দোলন, আপত্তিকর মেলামেশা ইত্যাদি চরিত্রহীনতার কাজ—কর্ম থেতে বিরত থাকব।
১৯। কোন খারপ অভ্যাসে জড়াবো না।
২০। কুরআন শরীফ সহী—শুদ্ধ এবং তাজবীদসহ পড়ার আপ্রাণ চেষ্টা করব। দৈনিক নির্দিষ্ট পরিমাণ তিলাওয়াত করব।
২১। মাদরাসার জিনিসপত্র নিজের জিনিসপত্রের ন্যায় হেফাযত করব। বিশেষত তেপায়া, কার্পেট ইত্যাদি নষ্ট করব না। দেয়ালে ও তেপায়াতে লিখব না।
২২। মাদরাসার কিতাবাদির পূর্ণ হেফাযত করব। যদি কোনো কিতাব নষ্ট বা হারিয়ে যায়, তাহলে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকব। যদি মাদরাসার কিতাব জমা না দিয়ে নিখোঁজ হলে তাহলে বাসা বা মাদরাসায় আমার যা কিছু পাওয়া যাবে তার মূল্যে কিতাব ক্রয় করে মাদরাসায় জমা দেওয়ার অধিকার মুহতামিম সাহেবের থাকবে।
২৩। ইলম ও আমলের উন্নতিতে সর্বদা সচেষ্ট থাকব। ইলমে দীনকে জীবিকার মাধ্যম মনে করব না; বরং আখেরাতের সম্বল মনে করে           অর্জন করব।
২৪। ছাত্রজীবনে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করব না। তাবলীগের কাজ ছাড়া কোন তাহরিকে শরীক হবো না।
২৫। মাদরাসার অনুমোদন ছাড়া কখনও কোনো সমিতি গঠন করব না।
২৬। মাদরাসার কোনো ব্যাপারে উস্তাদগণের মাঝে মতভেদ সৃষ্টি হলে এতে কথায় বা কাজে কোনো প্রকার অংশগ্রহণ করব না। মাদরাসার কানুন অনুসারে শুধু লেখাপড়ায় ব্যস্ত থাকিব।
২৭। মাদরাসা থেকে যে খানা দেয়া হবে তা আল্লাহ তা’আলার নেয়ামত মনে করে খাব। কোনো সমালোচনা করব না।
২৮। সর্বাবস্থায় মাদরাসার কেন্টিনে খানা খাওয়ার চেষ্টা করব। মাদরাসা কতৃর্পক্ষের অনুমতি ব্যতীত বাসায় কিংবা হোটেলে খানা খাব না।
২৯। মাদরাসায় অবস্থানকালীন মোবাইল ব্যবহার করব না এবং রাখব না।
৩০। বর্ণিত বিষয়গুলোর উপর অঙ্গীকারাবদ্ধ হয়ে এ মাদরাসায় ভর্তি হওয়ার দরখাস্ত পেশ করছি। যদি এর কোনো একটিরও বিরুদ্ধাচরণ করি তবে মুহতামিম সাহেবের যেকোনো শাস্তি দেওয়ার বা বহিষ্কার করার পূর্ণ অধিকার থাকবে। এতে আমার বা আমার অভিভাবকের বা অন্য কারো কিছু বলার বিন্দুমাত্র অধিকার থাকবে না। বরং তা সর্বস্থানে অগ্রাহ্য বলে গণ্য হবে।

 

  •